লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৫ যুবক নিহতের ঘটনায় চট্টগ্রাম জামায়াত নেতৃবৃন্দের শোক

 


আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের কাছে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত ৫ জন হলেন : লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাকোয়াবির পাড়ার মৃত নাছির উদ্দিন বাবুর ছেলে হারুনুর রশিদ (২৬), চুনতি ইউনিয়নের মেহেরুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আবদুল মাজেদের ছেলে হুমায়ুন (২৫), সাতকানিয়া পৌরসভার ছমদার পাড়া নওশের আলীর ছেলে খোরশেদ আলী সাদ্দাম (৩০), চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের ফারুক জাহানের ছেলে রিজবী শাকিব (২৪) ও অলংকার শহীদ নগর এলাকার ছালামত আলীর ছেলে মনছুর আলী (২৩)। মর্মান্তিক এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান এবং মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন। 

এক শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়স্পর্শী। আজকের সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। নিহত প্রত্যেকেই দ্বীনের পথের কর্মী, আমরা জানতে পেরেছি দ্বীনের পথে চলতে গিয়েই তাদের বন্ধুত্ব। প্রাণবন্ত এই যুবকদের হঠাৎ এই মৃত্যু আমাদের সবারই মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু মহান আল্লাহর সিদ্ধান্ত আমাদের মেনে নিতেই হবে। নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং অসতর্কতার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সতর্ক হওয়া উচিত। নিহতদের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

Comments